Home কলকাতা অগ্নিমূল্য আলুর মার্কেট, এক সপ্তাহে নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অগ্নিমূল্য আলুর মার্কেট, এক সপ্তাহে নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

by banganews

কলকাতা, ২৯ অগাস্ট, ২০২০ঃ আলুসেদ্ধ ভাতই সাধারণের ভরসা। কিন্তু বাজারে গিয়ে হাত দেওয়া যাচ্ছে না সেই আলুতেই। ৩২ টাকা কিলো দরে বিকোচ্ছে জ্যোতি আলু ও চন্দ্রমুখী ৩৬ টাকা কিলো। এই পরিস্থিতিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। খবর পাওয়া মাত্রই পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি। ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে প্রয়োজনে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে বিক্রেতাদের দাবি বস্তাপিছু দাম বেড়ে যাওয়ায় খুচরো বিক্রিতে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা।

আরও পড়ুন দিল্লি রেল স্টেশনে ৮ যাত্রীর থেকে বাজেয়াপ্ত ৫০৪টি সোনার বার

টাস্ক ফোর্স গঠন করে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুফল বাংলা স্টলে ২৫ টাকা কিলো দরে আলু মিলছে। খুচরো মার্কেটে আলুর দাম আরও অনেকটাই বেশি। ফলে অসুবিধায় পড়ছে মধ্যবিত্ত।

You may also like

Leave a Reply!