TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সুরে সুরে চিকিৎসকদের শ্রদ্ধাজ্ঞাপন করোনা আক্রান্ত রোগীর

বঙ্গ নিউস, ২২ নভেম্বর, ২০২০ঃ প্রাণ থাকুক না থাকুক, সুর থাকুক – করোনা আক্রান্ত ব্যক্তিশ্রদ্ধাজ্ঞাপন করলেন চিকিৎসকদের। অক্সিজেন মাস্ক লাগিয়েই বাজালেন ভায়োলিন৷
দিনের পর দিন কেটে গেলেও করোনা পিছু ছাড়ছে না। সারা বিশ্বজুড়ে চলছে করোনা লড়াই। প্রতিদিন মানুষ জীবন রক্ষার লড়াই করছে৷ এরই মাঝে মন ভালো করতে করোনা আক্রান্ত এক ব্যক্তি সুরের হাত ধরলেন। আমেরিকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত। ভর্তি আছেন হাসপাতালের আইসিইউতে। তাঁর নাকে অক্সিজেন মাস্ক। জীবন যুদ্ধে জয় করতে পারবেন কিনা জানেন না তবুও যেটুকু সময় আছেন প্রাণ খুলে বাঁচতে চাইছেন৷

আরও পড়ুন যাত্রীসংখ্যা বাড়ায় ফের বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা

চিকিৎসক নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন তাঁকে বাঁচানোর।তাই তাদের
কাজকে শ্রদ্ধা জানাতেই হাতে ভায়োলিন তুলে নিলেন গ্রোভার উইলসেন। তিনি ভায়োলিন বাজিয়ে সকলকে শ্রদ্ধা জানালেন। ট্যুইটারে এই ভিডিও দেখে সকলের চোখে জল মনে খুশি ।মৃত্যু মুখে দাঁড়িয়ে গ্রোভারের এই ভায়োলিন জয় করেছে বিশ্ববাসীর মন।