Home বঙ্গ যাত্রীসংখ্যা বাড়ায় ফের বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা

যাত্রীসংখ্যা বাড়ায় ফের বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা

by banganews

বঙ্গ নিউস, ২২ নভেম্বর, ২০২০ঃ আগামীকাল সোমবার থেকে শিয়ালদহ উত্তর, দক্ষিণ, এবং শিয়ালদহ মেন শাখায় বাড়ছে ট্রেন। ৬১৩টি লোকাল ট্রেন চলবে। শিয়ালদহ-কৃষ্ণনগর-লালগোলা সেকশনে অফিস টাইমে ট্রেন বাড়ানো হয়েছে৷ সকাল ৮ টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ট্রেন।তবে এখনই লেডিজ স্পেশাল বা মাতৃভূমি লোকাল চলবে না৷

যাত্রী সংখ্যা বাড়ায় হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, আমতা শাখায় ট্রেন এর সংখ্যা বাড়ানো হয়েছে৷ শালিমার, সাঁতরাগাছি, দিঘা থেকেও চালানো হচ্ছে বেশ কয়েকটি লোকাল ট্রেন৷

আরও পড়ুন এন সি বি গ্রেপ্তার করল ভারতী সিং কে

দক্ষিণ পূর্ব শাখায় হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর রাত ২:৪০ মিনিটে। এই ট্রেনটি যাবে মেদিনীপুর অবধি। হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৮ টা ১৫ মিনিটে। মেদিনীপুর থেকে হাওড়া আসার শেষ ট্রেন পাওয়া যাবে সন্ধ্যে ৭ :১৫ মিনিটে। খড়গপুর যাওয়ার শেষ ট্রেন রাত ৮ টা ৪৮ মিনিটে। খড়গপুর থেকে হাওড়া আসার জন্য প্রথম ট্রেন ভোর ৩ টেয়৷ পাঁশকুড়া থেকে প্রথম ট্রেন পাওয়া যাবে ভোর৩ টে ৫ এ৷ শেষ ট্রেন রাত ৮ টা ১৮ মিনিটে৷মেচেদা থেকে প্রথম ট্রেন ভোর ৪:২০ মিনিটে।

You may also like

Leave a Reply!