TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দীপাবলীতে লক্ষী এল ঘরে, লোকসান চিনের

বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ করোনা আবহে সবকিছুই ওলট পালট হয়ে গিয়েছে তবুও উৎসবের শেষ মরশুমে এসে লক্ষীলাভ হল। কলকাতা, দিল্লি, মুম্বই, নাগপুর, রায়পুর, আহমেদাবাদ, চণ্ডীগড়, ভোপাল, লখনউ সহ ২০ টি দেশের শহরে দীপাবলীতে রেকর্ড ব্যবসা করে। এবছর করোনার কোপে বেশ কিছুটা প্রভাব পড়লেও এই শহরগুলি ব্যবসা করেছে ৭২ হাজার কোটি টাকা।

আরও পড়ুন গান স্যালুটে বিদায় নদীয়ার শহীদ সুবোধ ঘোষকে

চিন অবশ্য বেশ ক্ষতির মুখে। গালওয়ানে চিনা আগ্রাসনের পরেই চিনা দ্রব্য বয়কট করার ডাক দেয় সরকার। প্রায় ২০০ টি চিনা অ্যাপ বাতিল করে সরকার। এই পরিস্থিতিতে চলতি বছরের দীপাবলীতে চিনা লাইটের প্রভাব থাকলেও খুব একটা দাঁত ফোটাতে পারেনি চিনা দ্রব্য। জানা গেছে সবমিলিয়ে ভারতের সঙ্গে বিবাদের জেরে চিনের লোকসান হয়েছে ৪০ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন স্থানীয় ব্যবসায়ীদের উন্নতি করতে পারে স্থানীয়রাই। এবছর তারই প্রতিফলন দেখা গেছে সবত্র।