দিল্লি,১৩ অগাস্ট,২০২০ঃ করোনার আবহে সারা বিশ্বে বিশ্বাসযোগ্যতা কমছে চিনের। তার ধাক্কা এসে পড়ছে চিনা দ্রব্যের বাজারেও। বিশেষ করে চিনা স্মার্টফোনের ওপর ঝুলছে খাঁড়া। এক সমীক্ষার পর এমনই তথ্য দিয়েছে রয়টার্স। তাদের দাবি, চলতি বছরের জুলাইয়ে সারা বিশ্ব জুড়ে চিনা স্মার্টফোনের বিক্রি কমেছে অন্তত ৩৫ শতাংশ।
আরও পড়ুন ভূমি পূজনের পরই করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের প্রধান
করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকে আগের তুলনায় বেশ কমে গিয়েছে চিনা স্মার্টফোনের চাহিদা। ফলে চিন থেকে স্মার্টফোন রপ্তানিও অনেকটা কমে গিয়েছে। চিনের অ্যাকাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)-র পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাইতে চিন থেকে ২১.৩ মিলিয়ন স্মার্টফোন রপ্তানি হয়েছে। গতবছর জুলাইতে ৩৩ মিলিয়ন স্মার্টফোন রপ্তানি করা হয়েছিল।
চিনের স্মার্টফোন ব্যবসায় এই যে ধারাবাহিক মন্দা, এর নেপথ্যে চিনের প্রতি বিশ্বের বিদ্বেষই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বলে জানাচ্ছে রয়টার্সের সমীক্ষা।