TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ধেয়ে আসছে নিভার

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ (Cyclone Nivar), আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ভারতের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব উপকূলে। হতে পারে ভারী বৃষ্টিপাত, জারি হয়েছে হলুদ সতর্কতাও। তামিলনাড়ুর কারাইকাল এবং মাল্লাপুরমের এবং পুদুচেরীর দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তবে এই ঘূর্ণিঝড় বাংলা কিংবা ওড়িশার দিকে আসবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নিভার ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিমি।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।