Home আবহাওয়া নিভারের জন্য জারি হয়েছে সতর্কতা

নিভারের জন্য জারি হয়েছে সতর্কতা

by banganews

বঙ্গ নিউস, ২৫ নভেম্বর, ২০২০ঃ বুধবার সকালের দিকেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিভার। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে মামল্লপুরম এবং কারাইকালের মধ্যে দিয়ে অতিক্রম করে তামিলনাড়ু এবং পুুদুচেরিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত ইতিমধ্যেই ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। সমুদ্র উত্তাল, বইছে ঝোড়ো হাওয়াও। ঘূর্ণিঝড় নিভার স্থলভাগের দিকে যত এগিয়ে আসবে, ততই এর শক্তি বৃদ্ধি পেতে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

চেন্নাইয়ে আতঙ্ক বাড়ায় দক্ষিণ রেল শাখার ২৪ টি ট্রেন বাতিলও করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২ টি উদ্ধারকারী দল, দুটি হেলিকপ্টার এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর  ১৫ টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে৷

কলকাতা শহরের তাপমাত্রা বেশ নিম্নগামী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ । ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় না পড়লেও তাপমাত্রার পারদ নামতে পারে।

You may also like

Leave a Reply!