TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভিড়ে স্বাস্থ্যবিধি শিকেয়, মাস্ক বিলি শিয়ালদহে

কলকাতা, ১৩ নভেম্বর, ২০২০ঃ  দীর্ঘ আট মাস পর সকলের জন্য ট্রেন চালু হয়েছে। সকাল থেকে ক্যানিং , ডায়মন্ডহারবার একের পর এক লোকাল এসে দাঁড়াচ্ছে শিয়ালদহ স্টেশনে। কাতারে কাতারে লোক নামছে। ভীড়ের জন্য সামাজিক বিধি মেনে চলা দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শিয়ালদহ স্টেশনে শহরতলির মানুষগুলোর জন্য সহায়তা শিবির খুলেছেন অশোক চক্রবর্তী নামের এক ব্যক্তি।

আরও পড়ুন আমফানের ক্ষতিপূরণ বাবদ বাংলাকে অর্থসাহায্য কেন্দ্রের

স্টেশন থেকে আসা প্রত্যেক যাত্রীর হাতেই এক ফোটা স্যানিটাইজার ও যাদের মাস্ক নেই তাঁদের হাতে তুলে দিচ্ছে একটা মাস্ক মধ্য কলকাতার তালতলা এলাকার বাসিন্দা অশোক চক্রবর্তী ওরফে মানাদা। পাড়ার ছেলেদের নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এইভাবে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন মধ্য পঞ্চাশের এই ব্যাক্তি। তাঁর কথায় পুলিশ আর প্রশাসন নিজেদের মত চেষ্টা করছে, শিয়ালদহে এত মানুষ প্রতিদিন যাতায়াত করে, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা সম্ভব হয়ে ওঠে না তাই যতটুকু মানুষের জন্য করা যায়। যদিও আজ থেকে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে কিছুটা স্বস্তিতে যাত্রীরা।