Home বঙ্গ কোভিড বিধি মানছেন না হকাররা, ক্ষুব্ধ যাত্রীরাই

কোভিড বিধি মানছেন না হকাররা, ক্ষুব্ধ যাত্রীরাই

by banganews

বঙ্গ নিউস, ১৫ নভেম্বর, ২০২০ঃ  দীর্ঘ আট মাস পর সকলের জন্য ট্রেন চালু হয়েছে। অফিস টাইমে ১০০ শতাংশ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কিন্তু হকারদের অনুমতি মেলেনি। তারাও রুটি রুজির টানে স্টেশনে আসছে। সুযোগ বুঝে কেউ কেউ উঠেও পড়ছে ট্রেনে। এনিয়ে প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে দমদম, নবদ্বীপ ও সোনারপুর স্টেশনে।

আরও পড়ুন আদালতের নির্দেশে কাকসাঁয় বিসর্জনের রীতিতে ছেদ

তবে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের সাবওয়ের মুখে যেসব হকাররা বসছেন তাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না। এমনটাই দাবি যাত্রীদের। অনেকের মুখেই মাস্ক নেই। এপ্রসঙ্গে হাওড়া আইএনটিটিইউসি সভাপতি অরূপেশ ভট্টাচার্য বলেন, অসংগঠিত হকারদের নিয়ন্ত্রণ বিধি না থাকায় সমস্যা হচ্ছে। যাত্রীদের প্রতি তাঁদের দায়বদ্ধতা থাকা উচিত। শিয়ালদহ ডিভিশনাল ম্যানেজার বলেছেন, যাত্রীরাই প্রতিবাদ করুক, মাস্ক না পড়লে তাঁরা হকারদের বর্জন করুক। রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি অশোক মুখোপাধ্যায় বলেন, “যাত্রীরা হকারদের প্রতি সহানুভূতিশীল অতএব হকারদের উচিত যাত্রীদের সুরক্ষা দেওয়া। কোভিড বিধি মানতেই হবে। এমন নির্দেশ দেওয়া হয়েছে।”

You may also like

Leave a Reply!