TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আইপিএল-এ ডাক না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

মুম্বই, ১২ অগাস্ট, ২০২০: আইপিএল-এ ডাক না পেয়ে অবসাদে আত্মহত্যা মুম্বইয়ের তরুণ পেসার করণ তিওয়ারির। মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হল তাঁর মৃতদেহ।
মুম্বইয়ের স্যুভেনির ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন করণ তিওয়ারি। মুম্বই দলের নেটেও ধারাবাহিক ভাবে বোলিং করতেন তিনি।

আরও পড়ুন ‘বয়স কেবল সংখ্যা মাত্র’ – প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বাহাত্তুরে যুবক

করণ তিওয়ারির আশা ছিল, এবারের আইপিএল-এ কোনও না কোনও দল থেকে ডাক পাবেন তিনি। অন্তত নেটবোলার হিসেবেও জায়গা পাবেন।
আইপিএলের দিন এগিয়ে এলেও কোনও দল তাঁকে না নেওয়ায় হতাশায় ডুবে যান করণ। তার জেরেই আত্মহত্যা বলে অনুমান।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার ডেল স্টেইনের মতোই তাঁর অ্যাকশন। সেই জন্য মুম্বইয়ের ক্রিকেট দলে তাঁকে ডাকা হত ‘মুম্বই কা ডেল স্টেন’ নামে।
জানা গিয়েছে জয়পুরের এক বন্ধুকে ফোনে আত্মহত্যার ইচ্ছে প্রকাশ করেন করণ। বন্ধুটি সঙ্গে সঙ্গে করণের বোনকে ফোনে সেকথা জানায়। বোন জানায় করণের মা‘কে। মা আর ভাইয়ের সঙ্গেই থাকতেন করণ। তবে পরিবারের লোকজন ঘরে পৌঁছনোর আগেই নিজেকে শেষ করে দেন এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। দরজা ভেঙে উদ্ধার করা হয় করণের দেহ। যদিও এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

আরও পড়ুন মহাকাশ থেকে তোলা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ছবি

মুম্বইয়ের সিনিয়র টিমের কোচ বিনায়ক সামন্ত বলেন, করণের জন্য মুম্বইয়ের কোনও ভালো ক্লাব খুঁজছিলেন তিনি। তার আগেই করণের এই পদক্ষেপে তিনি মর্মাহত।