Home বিদেশ মহাকাশ থেকে তোলা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ছবি

মহাকাশ থেকে তোলা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ছবি

by banganews

নাসা, ১২ অগাস্ট :  বারবার মহাকাশচারীরা মহাকাশ থেকে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবার গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন নভোচারী ক্রিস ক্যাসিডিও। নাসার এই মহাকাশচারী বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। তিনিই প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত এই দ্বীপপুঞ্জের ছবি তুলেছেন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেন তিনি। ছবিগুলি এককথায় অনবদ্য।

আরও পড়ুন :  ফেসবুক পোস্ট ঘিরে উত্তপ্ত বেঙ্গালুরু, মৃত ৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সঙ্গে সঙ্গেই দ্রুত ভাইরাল হয়ে যায় ছবিগুলি। ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার মানুষ মহাকাশ থেকে তোলা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ছবিগুলি দেখেছেন এবং অসংখ্য মানুষ কমেন্টও করেছেন।
সম্প্রতি, মহাকাশচারী বব বেহনকেন মহাকাশ থেকে সূর্যোদয় এবং বজ্রপাত হলে কেমন দেখায় তার একটি ভিডিও শেয়ার করেন।

You may also like

4 comments