TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সরকারি তথ্য অনুযায়ী ভারতে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ১৩৫

ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী ভারতে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ১৩৫ । আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। ভারতে এই মুহূর্তে করোনা মুক্তের হার ৪৮.৩৫ শতাংশ যা আগের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাস্ট্র।

আরো পড়ুন – অগাস্টের পরেই খুলবে দেশের সমস্ত স্কুল-কলেজের দরজা

লকডাউনের পাশাপাশি আনলক ১ শুরু হয়েছে। ধর্মস্থান থেকে শপিং মল, রেস্তোরা সবই খোলা হয়েছে তবে আগের থেকে অনেক বেশি বিধিনিষেধ মেনে। এর মধ্যেই নতুন করে রেকর্ড আক্রান্ত হল ভারতে, গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৯৮৩ জন আক্রান্ত হয়েছে ভারতে। আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে উঠে এসছে ভারত। একদিনে এই পরিমান আক্রান্তের সংখ্যা এই প্রথম। লকডাউনের নতুন পর্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত ও রাজস্থান ৷ এই রাজ্যগুলির ক্ষেত্রে আনলকডাউন বিশেষভাবে চ্যালেঞ্জিং ৷ দেশে কোরোনা আক্রান্তের দিক থেকে এই 5 টি রাজ্যে সংক্রমণের হার 70 শতাংশ ও মৃত্যুর প্রায় 78 শতাংশ ।