TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনার নতুন উপসর্গ দাঁতে ব্যথা?

বঙ্গ নিউস, ২ ডিসেম্বর, ২০২০ঃ  করোনা থেকে মুক্ত হলেও পরবর্তী সময়ে একাধিক শারীরিক সমস্যা থেকে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সময় লাগছে। তাই ত্বক, চোখ, শ্বাসনালি সহ শরীরের একাধিক ক্ষেত্রে ভাইরাস গুরুতর প্রভাব ফেলছে।

আরও পড়ুন করোনা আক্রান্ত সানি দেওল

সাম্প্রতিক কিছু সমীক্ষায় চিকিৎসকরা দেখেছেন যারা করোনা থেকে সুস্থ হচ্ছেন তাদের দাঁতের সমস্যা হচ্ছে। দাঁতে ব্যথা, দাঁতের এনামেল নষ্ট হয়ে যাওয়া, এবং মাড়িতে ব্যথা হচ্ছে। যাকে করোনার নতুন উপসর্গ বলেই মনে করা হচ্ছে।

দিনের-পর-দিন করোনাভাইরাস নিজের চরিত্র বদলেছে। তাই দিন দিন বদলে যাচ্ছে তার উপসর্গ। সেই জায়গা থেকেই দাঁতে ব্যথা নতুন একটি উপসর্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্থ হওয়ার পর অনেকের দাঁতের সমস্যা শুরু হয়েছে, এমনকি দাঁত তুলতে হয়েছে। ফেসবুকের থেকে নানান কোভিড আক্রান্ত রোগীদের ওপরেই এই সমীক্ষা করা হয়। তাতেই এই নতুন তথ্য উঠে এসেছে। যা চিকিৎসক মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।