Home বিনোদন করোনা আক্রান্ত সানি দেওল

করোনা আক্রান্ত সানি দেওল

by banganews

বঙ্গ নিউস, ০২ ডিসেম্বর, ২০২০ঃ ফের বলিউডে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সাংসদ সানি দেওল। সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার হয় সানি দেওলের। এরপর তিনি হিমাচলের কুলুর বাগান বাড়িতে অবসর সময় কাটানোর জন্য যান। সেখান থেকেই খবর পাওয়া যায় করোনা আক্রান্ত পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ করোনা আক্রান্ত।

আরও পড়ুন আজ অক্সফোর্ডের বিতর্ক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ আওয়াস্তি এই খবর জানান। যদিও অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। জানা গেছে সানি দেওলের শরীরে কোনো উপসর্গ নেই। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা। তবে তিনি সুস্থ আছেন বলেই আশ্বস্ত করেছেন তাঁর অনুগামীদের, এর পাশাপাশি এও বলেছেন গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সবাই যেন হোম আইসোলেশনে থাকেন। কুলুতে কিছু কাজ সেরেই মুম্বই ফিরে যাওয়ার কথা ছিল অভিনেতার কিন্তু এর মধ্যেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় আপাতত কুলুতে হোম আইসোলেশনে থাকবেন সানি দেওল।

You may also like

Leave a Reply!