TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার করোনা পজেটিভ পাওয়া গেলো নবান্নে

করোনার দাপট সারা দেশ সহ এরাজ্যেও বেড়ে চলেছে ক্রমশ। কলকাতায় আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে তেমনি কনটেইনমেন্ট জনসংখ্যা বাড়ছে। এবার মুখ্যমন্ত্রীর অফিসের দুই গাড়িচালকের দেহে পাওয়া গেল করোনা ভাইরাসের সংক্রমণ। এর ফলে আজ ও আগামীকাল দু’দিন বন্ধ থাকবে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন ফের সানটাইজ করা হবে। সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গ উত্থাপন করে নিজেই এই দুদিন নবান্ন বন্ধ থাকার কথা জানান।

আরো পড়ুন – অষ্টম শ্রেণী ফেল করেছিলেন তিনি কিন্তু শখ যখন পেশা হয়ে যায় তখন কাহিনি হয় অন্যরকম

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দু’জন ড্রাইভারের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। তাই আগামী দু’দিন গোটা অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সময় আমরা কেউই অফিসে আসব না।”

আরো পড়ুন – ইন্ডিয়া নয়, দেশের নাম হোক ভারত – শীর্ষ আদালতে আবেদন

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের প্রথম কোন আক্রান্ত ধরা পড়ে স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিকের ছেলে। রাজ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ঘন্টায় রাজ্যে নতুন করে ৩৪০ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৩। বাংলায় মোট করনা আক্রান্তের সংখ্যা ৬৫০৮।