TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে। অপরদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এলাকাকে প্রবল বর্ষণের কারণে জারি করা হয়েছে সতর্কতা।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম মন্ত্রক প্রকাশ করল পূর্ণাঙ্গ কোভিড-১৯ পরিসংখ্যান

 

আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাও আবহাওয়া সূত্রে খবর। এই সময় নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে যাওয়ার ভয়ে খুলে দেওয়া হবে। তাই বেশ কয়েকটি নদী তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।