TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সাতসকালে জ্বলছে নারকেল গাছ, জেলায় শুরু বৃষ্টিও

নন্দীগ্রাম, ০১, সেপ্টেম্বর,২০২০ঃ  খোদ সাতসকালে দাউদাউ করে জ্বলছে আস্ত একটি নারকেল গাছ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের আমদাবাদ এলাকায়। সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর সেই বজ্রপাতের ফলে মঙ্গলবার সকালে ওই নারকেল গাছের মাথায় আগুন লেগে যায় বলে দাবি স্থানীয়দের। এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।

আরও পড়ুন ফিরে দেখা বাঙালির গর্ব প্রণব মুখার্জির জীবন

জেলার অন্যান্য প্রান্তের পাশাপাশি নন্দীগ্রামে মঙ্গলবার সকাল থেকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। এমন সময় নন্দীগ্রামের আমদাবাদ এলাকার আস্তাবাড় গ্রামে একটি নারকেল গাছের উপর বাজ পড়ে আগুন লেগে যায়। এমন দৃশ্য দেখতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় মানুষজন। আস্ত একটি লম্বা নারকেল গাছ এভাবে দাউদাউ করে জ্বলতে দেখে অনেকেই ক্যামেরাবন্দি করেন। এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। দিঘা, কাঁথি, তমলুক, মহিষাদল, হলদিয়া সহ জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রবল বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী ২৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত মৌসুমী অক্ষরেখার দরুন এই বৃষ্টি। গত কয়েকদিন যেভাবে জেলাজুড়ে অস্বস্তিকর গরম লেগে চলেছিল তাতে স্বস্তি পাবেন সাধারণ মানুষ।