TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা চিকিৎসায় চিনা ভেষজ ওষুধ অত্যন্ত কার্যকরী বলে চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে।

করোনা চিকিৎসায় চিনা ভেষজ ওষুধ অত্যন্ত কার্যকরী বলে চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে। সম্প্রতি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এক কর্মকর্তা একথা জানান। বিশেষত করোনা চিকিৎসায় তিনটি চীনা ভেষজ ওষুধের ভূমিকা করনা নিয়ন্ত্রণে কার্যকর হয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করেন। এমনকি এইসব ওষুধ ব্যবহারে করোনা রোগীদের সুস্থতার হার ৯৪শতাংশেরও বেশি বলে দাবি করা হচ্ছে।

আরো পড়ুন:- করোনা অ্যান্টিবডি টেস্ট চালু করার তোড়জোড় কেরলে-শুরু গোষ্ঠী সংক্রমণ

এই তিনটি ওষুধের মধ্যে দুটির নাম হল জিনহুয়া কুইনগ্যান ও লিনহুয়া শিংগুয়েন যা করো না চিকিৎসায় ব্যবহৃত হয়েছে। তৃতীয় ওষুধটি ফুসফুসকে চাঙ্গা করতে ব্যবহৃত হয়। প্রসঙ্গত ‘চাইনিজ ট্রাডিশনাল মেডিসিন’ গ্রুপটি চিনা অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড চাইনিজ অ্যাক্যাডেমি অফ সাইন্স এবং ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত। এ প্রসঙ্গে চীন একটি শ্বেতপত্র প্রকাশ করে। শ্বেতপত্রে আরো বলা হয়েছে করোনা নিরাময়ে কখনো এক বা একাধিক প্রাচীন ভেষজ ওষুধের মিশ্রন ব্যবহার করে অথবা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সমন্বয় ঘটিয়ে মিলেছে সাফল্য। মহামারীতে বিপর্যস্ত অন্যান্য দেশও যেন এই ওষুধের প্রয়োগ করতে পারে তা নিয়ে চীনা কর্তৃপক্ষ আলোকপাত করে।

আরো পড়ুন:- করোনা আক্রান্ত নবান্নের  ৪ গাড়িচালক, নবান্নের চোদ্দ তলায় বিশেষ সতর্কতা