TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

যন্ত্রের মাধ্যমে আবহাওয়া বদলে দেবে চিন!

বঙ্গ নিউস, ১০ ডিসেম্বর, ২০২০ঃ চিন নিজেকে সর্বশক্তিমান করার লক্ষ্যে এই আবহাওয়ার স্বাভাবিক গতিপ্রকৃতি বদলাতে চাইছে৷ আগামী কয়েক বছরের মধ্যেই যন্ত্রের দ্বারা বদলে যাবে আবহাওয়া৷ চীন এই যন্ত্র আবিষ্কার করতে পারলে নিজেদের ইচ্ছেমত জলুবায়ুর পরিবর্তন করতে পারবে চিন৷

আরও পড়ুন শত্রুবিনাশে এবার আরও শক্তিশালী অর্জুন ট্যাঙ্ক

সূত্রের খবর, ওয়েদার মডিফিকেশন সিস্টেমের কাজ বেশ কয়েকবছর ধরেই চলছে বেজিং-এ।
চিনা বিজ্ঞানীরা দাবি করেছেন, ২০০৮ এ চীনের আয়োজিত অলিম্পিকে ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে আবহাওয়া পরিবর্তনের পরীক্ষায় সফল হয়েছিল তারা৷

এই গবেষণা সফল হলে চিন যেখানে চাইবে সেখানে বৃষ্টি, তুষারপাত, রোদ, এমনকি চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলবায়ু সবকিছু পরিবর্তন করতে পারবে৷ প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি অবস্থার থেকেও কোনো অঞ্চলকে সুরক্ষিত রাখার চাবিকাঠি পেয়ে যাবে চিন।