TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাজি পোড়ানোতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

যে কোনও ধরনের বাজি বিক্রি এবং পোড়ানো দুয়ের ওপরেই গত বছরের মত এ বছরও চাপিয়ে দেওয়া হল স্থগিতাদেশ। স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কোন ধরনের বাজি পোড়ানো যাবে না।

কোভিডকালে বাজি বিক্রি এবং বাজি পোড়ানো দুয়ের উপর স্থগিতাদেশ রেখেছে। কিন্তু প্রশ্ন থাকছেই কতটা মেনে চলা হবে এ নিয়ম। পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোন উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব।

আরো পড়ুন

মশার ধূপ থেকে সপরিবারে মৃত্যু

করোনা প্রতিদিন বাড়ছে। যাদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে তারা আরও বেশি সমস্যা হতে পারে। কালীপূজা, ছটপূজা, গুরুনানক জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ। বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা। পুলিশ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করবে।