TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মার্কিন যুক্তরাষ্ট্রে নজির, ভাইস প্রেসিডেন্ট পদে কৃষাঙ্গ কমলা হ্যারিস

বঙ্গ নিউস, ৮ নভেম্বর, ২০২০ঃ  কমলা হ্যারিস নিযুক্ত হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে, যা মার্কিন মুলুকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত ও কৃষাঙ্গ মহিলা মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের দখল নিয়েছেন জো বাইডেন। তিনি গত অগাস্টেই বলেছিলেন ডেমোক্র্যাট লড়াইয়ে জয় এলে কমলাই হবে ভাইস প্রেসিডেন্ট। এবার ভারতীয় বংশোদ্ভূত নারী হোয়াইট হাউসে পা রাখতে চলেছেন। যদিও এর আগে একাধিক রেকর্ড ভেঙেছেন কমলা হ্যারিস। তিনিই প্রথম সানফ্রান্সিকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। তিনিই প্রথম ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। হ্যারিসের মা তামিলনাড়ু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাবা জামাইকা থেকে।

আরও পড়ুন বাইডেনের আমেরিকাকে করোনা থেকে বাঁচাবেন ভারতের বিবেক

১৯৬৪ সালে ওকল্যান্ড শহরে জন্ম হ্যারিসের। আইন পাশ করে অ্যালামেডা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাট্রর্নির কার্যালয় কর্মজীবন শুরু করেন। টানা ৮ বছর সেখানে কাজ করে ২০০৪ সালে তিনি সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসাবে নিযুক্ত হন। ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন। সবসময়ই সংস্কারপন্থী ছিলেন হ্যারিস। ক্যালিফোর্নিয়ার আইন ব্যাবস্থায় একাধিক পরিবর্তন এনেছেন হ্যারিস। সানফ্রান্সিকোয় তিনি প্রথম চালু করেন, প্রথমবার কেউ ড্রাগ নিয়ে ধরা পড়লে তাকে পড়াশোনা ও কাজের সুযোগ দেওয়া হবে। এবার হ্যারিসের রেকর্ডে আরও একটি নয়া মুকুট যোগ হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হলেন কৃষাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিস।