TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিজেপির যুব মোর্চার জেলা কমিটি বাতিল, জানালেন দিলীপ ঘোষ

বঙ্গ নিউস, ২৩ অক্টোবর, ২০২০ঃ  বিজেপির যুব মোর্চার জেলা কমিটি বাতিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বলেন অনিবার্য কারণ বশত বিজেপির যুব মোর্চার পদ ও কমিটি বাতিল করা হল। পরবর্তী কমিটি বা সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন বিজেপি জেলা সভাপতিরা। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা দলের মতানৈক্যর বহিঃপ্রকাশ। সামনের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনকে ঢেলে সাজানো হয়। যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পান তৃণমূল থেকে আসা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। জেলায় সংগঠনকে মজবুত করে তুলতে মোর্চা কমিটিগুলি ভালো করে সাজানোর উদ্যোগ নেন তিনি।

আরও পড়ুন সৌমিত্রর স্নায়ুর জটিলতা ভাবাচ্ছে চিকিৎসকদের

কিন্তু মোর্চা কমিটি নির্বাচন নিয়ে মতানৈক্য দেখা যায়। সেই অবস্থায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। এনিয়ে বিতর্কের সৃষ্টি হয় দলের অন্দরেই। এবার হঠাৎই যুব মোর্চার কমিটিগুলি বাতিল করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও এবিষয়ে সব মোর্চা সভাপতিরা অবগত নন বলে খবর।  বিভিন্ন জেলায় মোর্চা কমিটি ও সভাপতিদের মধ্যে মতভেদ দেখা গিয়েছে।। দলীয় কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন। তবে এবার কি এই অশান্তি মেটাতেই এই সিদ্ধান্ত নিলেন রাজ্য সভাপতি? কারণ যাই হোক, এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরেই।