Home বঙ্গ বঙ্গ বিজেপিতে মতানৈক্য! কমিটি বাছাই ঘিরে সৌমিত্র খাঁর বিতর্কিত টুইট

বঙ্গ বিজেপিতে মতানৈক্য! কমিটি বাছাই ঘিরে সৌমিত্র খাঁর বিতর্কিত টুইট

by Webdesk

কলকাতা, ৪ অগাস্ট, ২০২০ : বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটি ঘোষণার পর কয়েকটি নাম নিয়ে আপত্তি তুলেছিল যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এবার তার একটি টুইট বার্তায় সেই মতানৈক্য প্রকাশ্যে এল।

নতুন কমিটির নাম বছাইকে কেন্দ্র করে মনোমালিন্য চলছিল দলের অন্দরে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমত্যানুসারেই যুব মোর্চার নয়া রাজ্য নেতৃত্ব ঘোষিত, তাও এহেন মতবিরোধ কি বঙ্গ বিজেপির সাংগঠনিক ফাটলকে চওড়া করছে? মেলেনি উত্তর।
আরও পড়ুন https://thebanganews.com/covid-test-is-mandatory-for-ministers-and-legislators-to-attend/
ইতিপূর্বে যুব মোর্চার উপদেষ্টা পদে থাকা শঙ্কুদেব পন্ডার মতো নেতার নাম এবারের রাজ্য কমিটিতে নেই। কমিটিতে অন্তর্ভুক্ত হলে শঙ্কুদেবের মতো গুরুত্বপূর্ণ নেতারা গেরুয়া শিবিরের জন্য সম্ভাবনার পথ প্রশস্ত করবে বলে মত একাংশের।

বৃহস্পতিবার সাংসদ সৌমিত্র খাঁর একটি টুইট
জল্পনা বাড়িয়েছে, তিনি লেখেন ‘’আমার নির্দেশ মতো যুব মোর্চার রাজ্য কমিটির কোনও মিটিং আপাতত হবে না।’’ বিষ্ণুপুরের সাংসদ বর্তমানে দিল্লিতে, অথচ তার এই টুইট ঘিরে রাজ্য রাজনীতিতে চাপা গুঞ্জন।

আরও পড়ুন https://thebanganews.com/new-working-hours-for-bank-in-west-bengal/

You may also like

Leave a Reply!