TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পদ্মশ্রী সম্মানে ভূষিত বাংলার মেয়ে

প্রায় দু’দশক ধরে ভারতের হয়ে টেবিল টেনিস খেলেন বঙ্গকন্যা মৌমা দাস।  এশিয়ান গেমস,কমনওয়েলথ গেমস, সহ বহু  আন্তর্জাতিক ম্যাচে দেশের মুখ উজ্জ্বল করেছেন মৌমা দাস৷
৭৫-এর বেশি দেশের বিরুদ্ধে ৪০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মৌমা। তারই স্বীকৃতি স্বরূপ এবার পদ্মশ্রী সম্মান প্রদান করা হল এই টেবিল টেনিস তারকাকে৷ তাঁর এই সম্মান প্রাপ্তিতে গর্বিত বাংলা তথা ভারতবর্ষ৷

 প্রথম আন্তর্জাতিক পদক জিতেছিলেন ২০০০ সালে। ২০০৪ সালে প্রথমবার অলিম্পিক্সে অংশ নিলেও তেমন ভালো ফল হয়নি৷ এরপর ২০১৫ সালে কমনওয়েলথে রুপো জেতেন তিনি। ২০১৬ রিও অলিম্পিক্সেও আশানুরূপ ফল হয়নি কিন্তু ২০১৭ তে বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্টে ভারতের মনিকা বাত্রার সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার ফাইনালে গিয়েছিলেন মৌমা৷মৌমা মণিকা জুটি ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপোর পদক জেতেন৷ কমনওয়েলথে ভারতের হয়ে সর্বোচ্চ পদকজয়ী এই বঙ্গতনয়া । ক্রীড়াজগতে মৌমা দাসের অনন্য অবদানের জন্য ২০১৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কারে ভূষিত হন । এবং এই বছর ২০২১-এ পেলেন পদ্মশ্রীও। ভারতের প্রেসিডেন্ট নিজের টুইটারে শেয়ার করেছেন সেই ছবি।