TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চলে গেলেন বাসু চ্যাটার্জি। শোকের ছায়া সিনেমহলে

চিত্রনির্মাতা চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী, আজ ৯৩ বছর বয়সে পরলোকগমন করলেন৷ তাঁর উল্লেখযোগ্য কাজ ছোট সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, এক রূকা হুয়া ফ্যায়স্লা এবং চামেলি কি শাদি।

আরো পড়ুন – রুমা গুহঠাকুরতা কেবলমাত্র কিশোর কুমারের প্রাক্তন স্ত্রী নন তাঁর মৃত্যু বঙ্গ সংস্কৃতির একটি যুগাবসান

চলচ্চিত্র নির্মাতা এবং ভারতীয় চলচ্চিত্র ও টিভি পরিচালক সমিতির সভাপতি আশোক পণ্ডিত টুইট করেছেন তার শোকজ্ঞাপন করেছেন৷
চ্যাটার্জী হিন্দি পাশাপাশি বাংলা সিনেমায়ও কাজ করেছিলেন। তাঁর চলচ্চিত্রগুলি যা আরও বাস্তববাদী বলে বিবেচিত হয়েছিল, সত্তরের দশকটি ‘ক্রুদ্ধ যুবক’ এবং অ্যাকশন চলচ্চিত্রগুলির যুগ হিসাবে দাঁড়িয়েছিল। তিনি ছোটি সি বাত, রজনীগন্ধা’র মতো ছবিতে অমল পালেকারের সঙ্গে জুটি বেঁধেছিলেন।

তাঁর 1986 সালে নির্মিত চলচ্চিত্র এক রুকা হুয়া ফ্যায়স্লা, দ্বাদশ অ্যাংরি মেনের একটি ভারতীয় রূপান্তর ছিল, যা চিরস্মরণীয় হয়ে থাকবে৷
দূরদর্শনের প্রথমদিকে, বসু চ্যাটার্জি দুটি হিট টিভি সিরিয়াল – ব্যোমকেশ বক্সী এবং রজনী করেছিলেন। সম্প্রতি ব্যোমকেশ বকশী লকডাউন চলাকালীন পুনরায় সম্প্রচারিত হচ্ছে৷

আরো পড়ুন – তবলায় দারুণ হাত থাকলেও সঙ্গত কথাটায় ছিল তীব্র আপত্তি। ‘সেকেন্ড ক্লাস সিটিজেন’ এর মত ব্যাপারটা মনে হত গৌতম চট্টোপাধ্যায়ের

১৯৯২ সালে দুর্গার জন্য জাতীয় পুরস্কার পান এই প্রবীণ চিত্রপরচালক।
মধুর ভান্ডারকার টুইটারে শেয়ার করেছেন, প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শ্রী.বাসু চ্যাটার্জির মৃত্যু শুনে দুঃখ পেয়েছি। তাঁর হালকা মেজাজের কমেডি ও সহজ সরলভাবে অভিনীত চলচ্চিত্রের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।