TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পুরভোটের আগেই এল ব্যালট বক্স সন্দেশ উদ্বোধন করলেন কাজরী বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ

ব্যালট বক্স (Ballot Box) মানেই অত্যন্ত গোপনীয়তা। পুলিশ পাহারা দিয়ে সেই ব্যালট বক্সকে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়া৷ এটাই পরিচিত ছবি৷ কিন্তু আজ যে ব্যালট বক্সটি দেখবেন সেই ব্যালট বক্স নিয়ে যেখানে ইচ্ছে চলে চলে যেতেই পারেন, পুলিশ ধরবে না। রাজনৈতিক কোন চাপ থাকবে না।  এমনকি এই ব্যালট বক্স টুক করে মুখে দিলেই মিলবে দারুণ স্বাদ৷
অবাক হচ্ছেন নিশ্চয়ই!

সোদপুরের এক মিষ্টির দোকানে কলকাতা পুরভোটের আগে বানানো হয়েছে ব্যালট বক্স সন্দেশ। এই সন্দেশ  উদ্বোধন করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  পাড়ায়। উদ্বোধন করলেন ৭৩ নম্বর ওয়ার্ডের  তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের জয়হিন্দ ভবনে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ এই মিষ্টির উদ্বোধন করেন৷

 

তবে শুধু বাইরে থেকেই ব্যালট বক্সের মত দেখতে তা কিন্তু নয়৷ এই মিষ্টির ভিতরে রয়েছে প্রার্থীর ওয়ার্ডের রেজাল্টও!  ভোটের ফলাফল একুশ তারিখ কিন্তু পুরভোটের আগেই ফলপ্রকাশ।

 

পুরভোট আসন্ন৷ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ এরই মধ্যে বাজারে এই ব্যালট বক্স সন্দেশ। এই মিষ্টি অনেকটা ক্ষীর কদম্বের মতো। বাইরের আস্তরণটা তৈরি হয়েছে সম্পূর্ণ ক্ষীর দিয়ে। সেটা অনেকটা কড়া পাকের সন্দেশের মতো। আলতো করে ভাঙলেই ভিতরে নরম ছানার পুর দেওয়া মিষ্টিতে জ্বলজ্বল করছে পুরভোটের ফলাফল।

 


তৃণমূল (TMC) হলে সবুজ, সিপিএম (CPM) হলে লাল আর বিজেপি (BJP) জিতলে গেরুয়া। মিষ্টি প্রস্তুতকারকরা জানিয়েছেন, এই রং সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি।

 

 

বাংলার জয়! ইউনেসকোর স্বীকৃতি পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব

ইতিমধ্যেই ব্যালট বক্স সন্দেশের বরাত দিয়েছেন রাজ্য তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর কথায়, ”৭৩ নম্বর ওয়ার্ডের আপামর মানুষ যা বলছেন ব্যালট বক্স সন্দেশ তার উলটো কথা বলবে না।” অর্থাৎ তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় জিতছেন এ বিষয় নিশ্চিত কুন্তল ঘোষ। এখনও এই নতুন মিষ্টির মূল্য নির্ধারণ করা হয়নি৷  ব্যালট বক্স বলে কথা, গুরুত্ব অনুযায়ী দাম হতে হবে৷