TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আফ্রিকায় সবুজ সোনার চাষ

আফ্রিকায় নাকি চাষ হয় সবুজ সোনা! সেই সবুজ সোনা হল অ্যাভোগাডো ফল। লোভনীয় ফল হিসাবে চাহিদা বাড়ছে অ্যাভোগাডোর৷ সেই চাহিদা মেটানোর প্রয়োজনে ফলন বাড়ানোর লক্ষ্যে আফ্রিকায় অধিক পরিমাণে চাষ হচ্ছে অ্যাভোগাডো।

এই অ্যাভোগাডো ফলের গাছটির গড় আয়ু ৫০ বছর। অ্যাভোগাডো চাষ করতে মোট ৫২৮ গ্যালন জল প্রয়োজন পরে। উগান্ডার মানুষের প্রধান জীবিকা অ্যাভোকাডো চাষ।

আরো পড়ুন 

গ্রিসের ইভিয়াতে ভয়াবহ দাবানল

বেকার সেনেজেন্ডোর নামক এক ব্যক্তি উগান্ডার মায়ুগ জেলার এক হাজার হেক্টর জমির মুসুবি খামারে চাষ শুরু করেন। ধীরে ধীরে অ্যাভোগাডোর চাহিদা বাড়ে৷ রপ্তানি করে বিপুল অর্থ আসে৷ বাজারে দাম বেড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েছিল ৪০৬%। অ্যাভোকাডোর পরিচিতি ঘটে সবুজ সোনা নামে।

ডয়েচ ভেলকে বলেন, -” অ্যাভোকাডো ফলটি আসলে স্বর্গের উপহার, কৃষকেরা কফি চাষের বিকল্প হিসাবে অ্যাভোকাডো চাষ করতে পারেন”

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজো এই অ্যাভোকাডোকে নাইজেরিয়ার নতুন তেল বলেছেন। নাইজেরিয়াও এই অ্যাভোকাডো চাষে পিছিয়ে নেই নিজেদের তৈরী অ্যাভোকাডো ইউক্রেন ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করার স্বপ্ন দেখছেন।