Home বঙ্গ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে লাভের মুখ দেখছেন মৎস্যচাষীরা

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে লাভের মুখ দেখছেন মৎস্যচাষীরা

by banganews

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে লাভের মুখ দেখছেন  পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর ২ নম্বর ব্লকের মনোজ জানা। বর্তমানে করোনা পরিস্থিতিতে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছেন এই মৎস্যচাষী।

বর্তমানে করোনা মহামারীর কারণে কর্মজীবন স্তব্ধ। রুজি-রোজগার প্রায় নেই বললেই চলে। এর মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোজ জানা নিজের বাড়িতে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। প্রতি হারভেস্টিং পিছু ২০ থেকে ২২ হাজার টাকা লাভ করেন বলে জানিয়েছেন তিনি। প্রতি কেজি কই ২৫০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি করেন।

আরও পড়ুন কৃষকদের থেকে সরাসরি ধান কিনবে মমতা সরকার

সত্যি ইচ্ছে থাকলে আর মানসিকতা থাকলে লক্ষ্যে পৌঁছানো যেকোনো সময় অসম্ভব নয় তা প্রমাণ করে দেখালেন মনোজ দাস।
বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ এর মধ্যে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকতেই এই উদ্যোগ নিলেন পঁচেট চার নম্বর অঞ্চলের ঐ ব্যক্তি

You may also like

Leave a Reply!