TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

‘কোনো প্রোটোকল ভাঙিনি’ সাফাই দিলেন অনিল ভিজ

হরিয়ানা, ৬ ডিসেম্বর, ২০২০ঃ ভারত বায়োটেকের তৈরি কো ভ্যাকসিন নিয়েছিলেন হরিয়ানায় স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। এর দুসপ্তাহের মধ্যে তিনি করোনা আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে প্রশ্ন ওঠে রাজ্যের মন্ত্রী প্রটোকল মেনেছিলেন কিনা। কারণ অনেকেই দাবি করেছিলেন করোনা আক্রান্ত হয়েও তিনি একাধিক মিটিং করেছেন। সমস্ত দাবি নস্যাৎ করে তিনি বলেছেন সমস্ত প্রোটোকলই তিনি মেনেছেন।

আরও পড়ুন আদিবাসীদের রেল অবরোধে আদ্রায় ব্যাহত রেল পরিষেবা

করোনা আক্রান্ত হওয়ার আধ ঘন্টার মধ্যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন করোনা আক্রান্ত হওয়া মানে ভ্যাকসিনের কার্যকারিতা নেই, এমনটা নয়। এক্ষেত্রে ভারত বায়োটেকও জানিয়েছে প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর তৈরি হয় অ্যান্টিবডি। যেহেতু অনিল ভিজ দ্বিতীয় টিকা নেননি তাই অ্যান্টিবডি তৈরি হয়নি। তাই তাঁর করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে ভ্যাকসিনের কার্যকারিতার কোনো সম্পর্ক নেই।