TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফিউচার গোষ্ঠীর ব্যবসা অধিগ্রহণ করবেন আম্বানি

মুম্বাই, ৩০ অগাস্ট, ২০২০ঃ  অনলাইন খুচরো ব্যবসায় অ্যামাজন-ফ্লিপকার্টের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল রিলায়েন্স জিও মার্ট। সম্প্রতি ফেসবুকের সঙ্গেও বড় অঙ্কের চুক্তি করেছে রিলায়েন্স। এবার বিগ বাজারও অধিগ্রহণ করলে দেশে খুচরো ব্যবসায় রিলায়েন্স জিও অনেক এগিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

ফিউচার রিটেলের অধীনে কমপক্ষে ১৫০০ দোকান রয়েছে। ফিউচার লাইফস্টাইলের অধীনে রয়েছে ৩০০ দোকান। আপাতত দু’পক্ষের মধ্যে চুক্তি সম্পর্কিত আলোচনা চলছে। চুক্তি চূড়ান্ত হলে, ফিউচার গোষ্ঠীর ব্যবসা অধিগ্রহণ করবেন আম্বানি। এটা হলে রিলায়েন্সের অধীনে চলে আসবে ফিউচার গোষ্ঠীর বিগ বাজার।

আরও পড়ুন আজও জিজ্ঞাসাবাদ রিয়াকে, সুশান্ত-মৃত্যুর তদন্তে দিনভর যা হল

সূত্রের খবর, ফিউচার রিটেইল বাস্কেট রিলায়েন্সকে বিক্রিতে আগ্রহী ফিউচার গোষ্ঠীর কর্ণধার অশোক বিয়ানি। এরমধ্যে রয়েছে FBB, বিগ বাজার, ফুড হল এবং সেন্ট্রাল। এছাড়াও ফিউচার লাইফস্টাইল লিমিটেড এবং ফিউচার সাপ্লাই চেন সলিউশনসও বিক্রিতে আগ্রহী তিনি।
এর আগে আম্বানির ব্যবসায় আগ্রহ দেখিয়েছে অ্যামাজনের (Amazon) মতো মার্কিন সংস্থাও।

জিও মার্ট এখানে ৫০ হাজারের বেশি মুদি দ্রব্য পাওয়া যাবে বলে দাবি সংস্থার। অনলাইনে অর্ডার করা সেই দ্রব্য বিনা পয়সায় পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। লঞ্চ করেছে জিও মার্ট অ্যাপও। এটাই দেশের ‘নতুন দোকান’ বলছে রিলায়েন্স।