TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে পদ্মবিভূষণ ফেরালেন অকালি নেতা প্রকাশ সিং বাদল

বঙ্গ নিউস, ৩ ডিসেম্বর, ২০২০ঃ  কেন্দ্রের কৃষকবিরোধী নীতির প্রতিবাদে পদ্মবিভূষণ উপাধি ফিরিয়ে দিলেন বর্ষীয়ান নেতা প্রকাশ সিং বাদল। বিজেপির সঙ্গে আগেই সম্পর্ক ছিন্ন করেছিল শিরোমণি অকালি দল। এবার কেন্দ্রের কৃষকবিরোধী আইনের বিরোধিতায় সরব হল অকালি দল। কৃষকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন প্রবীন রাজনীতিবিদ প্রকাশ সিং বাদল। এমনকি এই অভিযোগে পদ্মবিভূষণ সম্মান প্রত্যাখান করলেন এই বর্ষীয়ান অকালি নেতা। তিনি জানিয়েছেন কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার যে ব্যবহার করছে তা লজ্জাজনক। এতে আমি ব্যথিত।

আরও পড়ুন অশোক ভট্টাচার্য-বাইচুং ভুটিয়া সাক্ষাত্ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

একটা সময় বিজেপির অন্যতম জোট সঙ্গী ছিল শিরোমণি অকালি দল। কেন্দ্র কৃষি আইন প্রণয়নের পর প্রথমে তা সমর্থন করলেও পরে কৃষকদের বিরোধিতায় অকালি দলও কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে, ফলে তৈরি হয় দূরত্ব। কয়েকদিন আগে বিজেপির সঙ্গ ত্যাগ করে অকালি দল। এবার কেন্দ্রের দেওয়া পদ্মবিভূষণ উপাধি ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। বর্তমানে দিল্লি সীমান্তে পঞ্জাবের কৃষক সংগঠন এই কৃষিবিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। আন্দোলনরত কৃষকদের উপর বর্বরাচিত নির্যাতন চালাচ্ছে পুলিশ। এই অবিচারের প্রতিবাদেই পদ্মবিভূষণ সম্মান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রবীন রাজনিতিবিদ। ২০১৫ সালে এই সম্মান তাঁকে কেন্দ্রীয় সরকার দিয়েছিল।