TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ডেটা পেতে এবার ১০০ শতাংশ বাড়তি কড়ি গুনতে হবে এয়ারটেল গ্রাহকদের !

দিল্লি, ২৬ অগাস্ট, ২০২০ঃ পরিষেবা উপভোগের জন্য এবার গ্রাহকদের গুনতে হবে বাড়তি কড়ি, ইঙ্গিত এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলের। বাড়তি কড়ির পরিমাণ হতে পারে ১০০ শতাংশেরও বেশি। তিনি বলেন ১৬০ টাকায় ১৬ জিবি ডেটার পরিবর্তে এখন থেকে গ্রাহকেরা ১.৬ জিবি ডাটা পাবেন। অর্থাৎ প্রতি জিবি ডাটার জন্য দিতে হবে ১০০ টাকা।

আরও পড়ুন  শক্তিবৃদ্ধি নিম্নচাপের, ফের ভারি বৃষ্টির সম্ভাবনা

 

মাসে যদি ১.৬ জিবি ডেটায় সন্তুষ্ট থাকতে পারেন, তবেই উপরোক্ত দরে মিলবে পরিষেবা। আর নাহলে পকেটে রাখতে হবে বাড়তি রেস্তো। এয়ারটেল জানিয়েছে, অতিরিক্ত পরিষেবার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের মত ৫০-৬০ ডলার ধার্য করবে না যা ভারতীয় অর্থমূল্যে ৩৭০০ থেকে ৪৪০০ টাকা। তবে চলতি হারে পরিষেবা দেওয়া সম্ভব নয়।

ভারতী এয়ারটেলের গ্রাহকরা টিভি শো থেকে সিনেমা – সবই দেখতে পান ১৯৯ টাকায় ২৪ দিনে ২৪ জিবি ডাটা প্ল্যানে।
নতুন নিয়ম কার্যকর হলে এই টাকায় মিলবে মাত্র ২.৪ জিবি ডাটা।

আরও পড়ুন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে লাইব্রেরিতে চাকরি দিলেন মমতা

“আইডিয়াল অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (এআরপিইউ) প্রতিমাসে নূন্যতম ৩০০ টাকা ধার্য করার কথাও বলেন মিত্তল। সেক্ষেত্রে এয়ারটেল গ্রাহকরা ১০০ টাকায় সিনেমা, সিরিয়াল না দেখতে পেলেও কাজ চালিয়ে নিতে পারবেন।