TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রবেশ রাশিয়ার সেনার, ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়ছে স্পেশাল বিমান

ক্রমাগত জটিলতা বাড়ছে ইউক্রেনে। ইউক্রেনের পূর্বপ্রান্তে প্রবেশ করল রাশিয়ার সেনা। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের। মঙ্গলবারই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়েছে এয়ার  ইন্ডিয়ার বিশেষ বিমান। আরও দুটি বিমান রওনা দেওয়ার কথা আছে আগামী ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। এই বিষয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বিদেশ মন্ত্রক ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভারত সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন পেনশন প্রকল্পের প্রস্তাব আনছে ইপিএফও

“রাশিয়ান ফেডারেশনের সাথে ইউক্রেনের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন,”এই পরিস্থিতি খুবই উদ্বেগের। এই মুহূর্তে আগে ওই এলাকায় উত্তেজনা হ্রাস করতে সবার এগিয়ে আসা প্রয়োজন”।