TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফের সক্রিয় নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ।এই নিম্নচাপের জেরে কলকাতা সহ বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।

আরও পড়ুন করোনা আতঙ্কের মাঝেই খুশির পরশ! ৯৩ জন্মদিন পালন করে আঁখ মারে গানে ঠাকুমার নাচ

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কখনো রোদ কখনো মেঘ বিরাজ করছে। বেলার দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।