TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনায় কাজ হারিয়ে সব্জি বেচছেন আমির খানের সহশিল্পী

যে করে হোক, বেঁচে থাকতেই হবে। জীবনের আলোটাকে ধরে রাখতেই হবে। জীবনকে সামনে থেকে যাঁরা দেখতে চান, তাঁদের কাছে বলিউডের ক্যামেরা আর বাজারের সব্জির ঝুড়ির মধ্যে কোনওটাই ছোট-বড় নয়। দুটোরই লক্ষ্য এক, বাঁচিয়ে রাখা।
অভিনেতা জাভেদ হায়দর তেমনটাই ভেবে রেখেছেন নিশ্চয়ই। করোনার কারণে বলিউড নেই তো কি হল, তাঁকে হেরে গেলে চলবে না। আমির খানের সঙ্গে যে উদ্যমে ‘গুলাম’ করেছেন, সেই একই উদ্যমে বাজারে সব্জিও বেচছেন। বেঁচে থাকার রসদ। সব্জি বিক্রেতা অভিনেতাকে চিনতে পেরেছেন ডলি বিন্দ্রা। টিকটকে গোটা ঘটনার ভিডিও পোস্ট করেছেন। মুহূর্তে তা ভাইরাল।

আরও পড়ুন জুলাই শেষে ফিরছেন সুশান্ত সিং রাজপুত

তবে জাভেদ আদতে শিল্পী। সব্জির ঝুড়ির পাশেও তাঁর শিল্পকে ভোলেন কী করে! ডলির ভাইরাল ক্লিপিংসে দেখা যাচ্ছে, সব্জি বিক্রি করতে করতে নিজেই টিকটক ভিডিও তৈরি করছেন জাভেদ। টমাটো ওজন করে দিতে দিতেই ‘দুনিয়া মে রহনা হ্যায় তো’ গানটিতে লিপ দিচ্ছেন জাভেদ।
‘গুলাম’, ‘বাবর’, ‘লাইফ অ্যাইসি কি ত্যায়সি’ ছবি ছাড়াও ‘জেনি ঔর জুজু’ নামে এক টিভি সিরিজেও অভিনয় করেছেন জাভেদ হায়দর।