TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এক লাফে ১০৮ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক রান্নার গ্যাস এখন ২০৯৫ টাকা

মধ্যবিত্তের রান্নাঘরে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম না বাড়লেও বহুগুন বেড়ে গেল হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। উদ্বেগ বহু গুণ বাড়িয়ে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার মার্চে ১০৮ টাকা বেড়ে ২০০০ পেরোল কলকাতায়। এর আগে বিমান জ্বালানি এটিএফ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ বার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ছুঁয়ে ফেলল ২০৯৫ টাকা।

সাধারণ মানুষ রান্নার জন্য যে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডার কেনেন, তার দাম এখন ৯২৬ টাকা। তবে আগামী দিনে তা কোথায় পৌঁছবে সেই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। সূত্রের খবর, বিশ্ব বাজারে অশোধিত তেলের পাশাপাশি রান্নার গ্যাসের মূল দুই উপাদান প্রোপেন ও বুটেনের দামও বেড়েছে। ফলে সেই দাম না কমলে পরের মাসে সব রকম গ্যাসের দাম বৃদ্ধিরই আশঙ্কা রয়েছে। রয়েছে পেট্রোল ডিজ়েল নিয়েও আশঙ্কা।

এবার ঘরে বসেই পেয়ে যান LPG গ্যাস 

গত দু’মাসে কলকাতায় হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৯০ টাকা কমেছিল। কিন্তু একলাফেই দাম বেড়ে যাওয়ায় তাদের খরচ ভাল মতোই বাড়বে। আর সেই খরচ বইতে হবে সেখানে যাওয়া সাধারণ মানুষকেও।