TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

একটি কাঁঠালের দাম ১৬ হাজার টাকা! জেনে নিন কেন

প্রতিদিন এমন কত ঘটনায় ঘটে যা আমাদের অবাক করে দেয়। সেরকমই সম্প্রতি একটি কাঁঠালের ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ঝুড়ির মধ্যে রাখা একটি কাঁঠাল, যার গায়ে দাম লেখা রয়েছে ১৬০ পাউন্ড। ভারতীয় টাকায় প্রায় ১৬ হাজার টাকা। আর দাম দেখেই নেটমাধ্যমে ভাইরাল এই কাঁঠালটি।

ছবিটি লন্ডনের সবচেয়ে বড় এবং পুরনো বাজার বোরো মার্কেটের। ভারতে সাধারণত একশো-দেড়শো টাকাতেই কাঁঠাল মেলে। কিন্তু লন্ডনে সেই কাঁঠালই বিক্রি হচ্ছে ১৬ হাজার টাকায়। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে ঠাট্টা-তামাশা। নেটাগরিকদের কেউ বলেছেন, কাঁঠাল বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য লন্ডনে যেতে হবে। কেউ বলেছেন, লন্ডনে কাঁঠালের ব্যবসা খুলবেন।

 

‘দাদাগিরি’তে কাঁচা বাদাম গান তৈরির অজানা গল্প শোনালেন দিনমজুর ভুবন বাদ‍্যকর

কিন্তু কাঁঠালের কেন এত দাম? ব্রিটেনে কাঁঠাল চাষ হওয়ার মতো অনুকূল আবহাওয়া নেই। কিন্তু নিরামিষভোজীদের মাংসের বিকল্প হিসেবে কাঁঠালের চাহিদা বাড়ছে। ফলে আমদানি বাড়ার সাথে সাথেই দামও বাড়ছে। লন্ডনের স্থানীয় সবজি ব্যবসায়ীদের মতে, সুপারমার্কেটে কৌটোবন্দি কাঁঠাল ৩০০ টাকাতেও পাওয়া যায় কিন্তু তার স্বাদ আসল কাঁঠালের মতো হয় না।