TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মাধ্যমিকের মেধা তালিকায় আরও ৭ জন, নম্বর বাড়ল ৭ হাজার ছাত্রছাত্রীর

কলকাতা, ২১ অক্টোবর, ২০২০ঃ মাধ্যমিকের সেরা দশের তালিকায় আরও ৭ জন যুক্ত হল। গত জুলাইয়ে চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তখন ৮৪ জনের নাম আসে সেরা দশের তালিকায়। এরপরেই নিয়মমাফিক রিভিউ ও স্কুটিনির জন্য আবেদনপত্র জমা নিতে শুরু করে। আজ সেই রিভিউয়ের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই তালিকায় আরও সাত জনের নাম যুক্ত হল।

আরও পড়ুন করোনাযোদ্ধা দুর্গা, অভিনন্দন আর বিতর্কে ছয়লাপ

বর্তমানে সেরা দশের মেধাতালিকায় নাম এল ৯১ জনের। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী ৩ নভেম্বরের পর থেকে পর্ষদের রিজিওনাল অফিস থেকে সংশোধিত মার্কশীট সংগ্রহ করা যাবে। সূত্রের খবর স্কুটিনির জন্য আবেদন জমা পড়েছিল ২৬২১৮ জন ছাত্র-ছাত্রীর। এর মধ্যে ৬২২৫ জনের। এত জনের নম্বর কিভাবে বাড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যেসব শিক্ষক শিক্ষিকাদের উত্তরপত্রে ভুল হয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয় কোনো মন্তব্য করেননি পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর গতবারের তুলনায় রিভিউ এবং স্কুটিনিতে নম্বর পরিবর্তনের হার কমেছে।