TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাড়িতে বসেই বদলে নিন রেশন কার্ডের ঠিকানা

ব্যক্তির গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে রেশন কার্ড অন্যতম। স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট হিসাবে কিংবা পরিচয় পত্রের প্রামান্য নথি হিসাবে রেশন কার্ড অত্যন্ত জরুরী। এছাড়াও মাসান্তে বিনামূল্যে সরকারি ভাবে খাদ্য দেওয়া হয় এই কার্ডটি দেখেই। তাই এই নথিটির ঠিকানায় যদি ভুল থাকে তাহলে ব্যক্তিকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। ঠিকানা বা তথ্য বদলাতে গেলে কিংবা এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় বদলি করতে গেলে, কয়েকটি উপায় গ্রাহকের জান প্রয়োজন।

প্রথমত, আপনার এলাকার বি.ডি.ও তে গিয়ে খাদ্য দফতরের আধিকারিকদের সাথে যোগাযোগ করুন। আপনার অসুবিধা জানিয়ে একটি অনুরোধ পত্র তাদের কাছে দিন, সঙ্গে আবেদন ফী জমা দিন৷ তাহলেই কর্তৃপক্ষ আপনার সমস্যা সমাধানের দায়িত্ব নেবেন। কিন্তু আপনি যদি বাড়িতে বসেই সেই সমস্যা গুলি দূর করতে চান তাহলে দ্বিতীয় পন্থাটি অবলম্বন করুন।

১) www.pdsportal.nic.in এ যান।
২) রাজ্য সরকারের পোর্টাল ওপেন করুন।
৩) লিস্ট থেকে আপনার রাজ্য সিলেক্ট করুন।
৪) একটি নতুন পেজ ওপেন হবে, সেখান পরিবর্তনের জন্য আপনার রাজ্য সিলেক্ট করুন।
৫) আইডি পাসওয়ার্ড এন্টার করুন।
৬) প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।