TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার থেকে ওষুধ কিনতে পারবেন ফিল্পকার্টে

অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এ এবার থেকে অর্ডার করা যাবে ওষুধ।SastaSundar সংস্থাটি অনলাইন ফার্মেসি এবং ডিজিটাল হেলথ কেয়ার ফার্মেসি চালায়।
ফ্লিপকার্ট কলকাতার শাখা Sastasundar Marketplace-এর সংখ্যাগরিষ্ঠ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা আবহে অনলাইন ফার্মেসির বাজার সরগরম। ফলে প্রতিযোগিতা বাড়ছে। সংস্থার তরফে জানানো হয়েছে,  Flipkart Health+ চালু করছে, তাই এই  চুক্তি। ফ্লিপকার্ট হেলথ প্লাস লাখ লাখ ভারতীয় গ্রাহকদের কম টাকায় পরিষেবা দেবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা।

অন্যদিকে, SastaSundar.com-এর রয়েছে  ডিজিটাল হেলথ কেয়ার ও ফার্মেসি। বর্তমানে 490টি ফার্মেসি রয়েছে। গ্রাহকদের কাছে সস্তায় ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই পরিচিত SastaSundar.cocom

এই অধিগ্রহণের পরে, Sasta Sundar.com ফ্লিপকার্টের প্যান ইন্ডিয়া নেটওয়ার্ককে কাজে লাগাতে পারবে।  ২০১৩ সালে বিএল মিত্তাল এবং রবিকান্ত শর্মা SastaSundar.com শুরু করেছিলেন। ইতিমধ্যেই অনলাইনে এই ওষুধের বাজারে টাটা, রিলায়েন্স, অ্যামাজন এর মতো সংস্থাগুলি রয়েছে। এবার সেখানে Flipkart-পা রাখায় প্রতিযোগিতা বাড়ল বলাই বাহুল্য।