TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দিল্লি দাঙ্গা মামলার চার্জশিটে নেই ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষের নাম , জানাল দিল্লি পুলিশ

দিল্লি ১৩ সেপ্টেম্বর ২০২০: দিল্লি দাঙ্গা মামলায় অতিরিক্ত চার্জশিটে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব প্রমুখের নাম নেই। একাধিক সংবাদমাধ্যম প্রচারিত তথ্য অস্বীকার করে রবিবার সাফ জানাল দিল্লি পুলিশ।

দিল্লিতে ফেব্রুয়ারির হিংসার ঘটনায় যে অতিরিক্ত চার্জশিট জমা করা হয়েছিল তাতে ষড়যন্ত্রকারী হিসেবে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ ক্যাম্পেইন-এর নেতা যোগেন্দ্র যাদব এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অ্যাক্টিভিস্ট অপূর্বানন্দ এবং তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নাম রয়েছে,
এমনই খবর সংবাদমাধ্যম প্রচারিত হচ্ছিল।

আরও পড়ুন ইরানকে বয়কট করতে তৈরি হচ্ছে বিশ্ব কুস্তিগীর মঞ্চ

দিল্লি পুলিশ তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট মারফত জানায়, “এই তথ্যটি স্পষ্টত জানানো হল যে দিল্লি পুলিশ শ্রী সীতারাম ইয়েচুরি, শ্রী যোগেন্দ্র যাদব এবং শ্রীমতি জয়তী ঘোষের নাম অতিরিক্ত চার্জশিটে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি।”

আনল্যফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার হওয়া ‘পিঁজরা তোর’ গোষ্ঠীর সদস্য এবং জেএনইউ’র ছাত্রী দেবাঙ্গনা কালিতা, নাতাশা নরওয়াল এবং জামিয়ার ছাত্রী গুলফেশা ফাতেমা বয়ান অনুযায়ী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-এর বিরুদ্ধে প্রতিবাদকে “চরমতম পর্যায়” পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায় তাদের পথপ্রদর্শক ছিলেন।