TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা অনুদানে বিশ্বের সর্বকনিষ্ঠ অন্নেশ

ব্রিটেন, ২৯ শে জুলাই :  এটাই বোধহয় এখনও অবধি সবচেয়ে বড় বিস্ময়। করোনার সঙ্গে লড়তে ভারতকে ৩.৭ লক্ষ টাকা অনুদান যে দিল, তার বয়স মোটে ৫ বছর। থাকে ব্রিটেনে। তবে বংশে ভারতীয়। নাম অন্নেশ। এই শিশুর এমন কাণ্ডে হতবাক খোদ ব্রিটিশ সাংসদরাই।
এই উদ্যোগ আজকের নয় কিন্তু। গত ২৭ মে, অন্নেশ ও তার বন্ধুরা মিলে করোনার বিরুদ্ধে একটি সাইকেল অভিযান শুরু করে। সেই অভিনব কর্মযজ্ঞের নাম দেওয়া হয় ‘লিটল প্যাডেলারস অন্নেশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস’। যেখানে ৬০ জনেরও বেশি খুদেরা সাইকেলে করে ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করে। বলা বাহুল্য, এই সবটাই কিন্তু করোনা আক্রান্তদের সাহায্যের জন্য।

আরও পড়ুন :  টাইম স্কোয়ারের বিলবোর্ডে সবুজ মেরুন

খুদেদের এই প্রচেষ্টার কথা প্রকাশ্যে আসতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ আসা শুরু করে অন্নেশের গড়া তহবিলে। এমনকী, ভারত থেকেও অনেকে অর্থ পাঠিয়েছেন অন্নেশকে। উল্লেখ্য, এই ছোট্ট ছেলেটি কিন্তু এর আগে জাতীয় স্বাস্থ্য পরিষেবার সমর্থনে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করেছিল।