TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঘূর্ণাবর্ত কাটলেই বাংলায় জাঁকিয়ে বসবে শীত

বঙ্গ নিউস, ১৫ নভেম্বর, ২০২০ঃ  ঠান্ডা পড়তে পড়তে হঠাৎ আবার আবহাওয়া বেশ কিছুটা গরম। ঘূর্ণাবর্তের প্রভাবে আরো কিছুদিন এমন অবস্থা থাকবে। তবে ঘূর্ণাবর্ত কেটে গেলেই বাংলায় জাঁকিয়ে শীত পড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। হালকা গরম ফিরে এসেছে স্বাভাবিকভাবে।

আরও পড়ুন মেয়ের অন্নপ্রাশন দেখা হল না, শহীদ সুবোধের জন্য কাঁদছে গোটা গ্রাম

আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে আবছা রোদ এবং রাতের আকাশ মেঘলা থাকবে।

ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়ছে। দক্ষিণ আন্দামান সাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আগামী 24 ঘন্টা বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।