TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঠাণ্ডা পড়তে চলেছে এই সপ্তাহে

বেশ কিছুদিন ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব থাকায় কনকনে শীত ছিল না।সোমবার সকাল থেকে কলকাতা শহরে অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও বেশি ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে।  বুধবার থেকেই পুরোপুরি কনকনে ঠাণ্ডার আমজে টের পাবে বাংলার মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ নিম্নগামী হতে হতে প্রায় ১৫ ডিগ্রির নীচে গিয়ে নামবে।

সোনা রূপোর দামে ভারী পতন

এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ তামিলনাড়ু ও পণ্ডিচেরি উপকূলে বুধবার এই নিম্নচাপ আছড়ে পড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টায় বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।