Home আবহাওয়া পৌষের শীতে কাঁপছে বাংলার মানুষ

পৌষের শীতে কাঁপছে বাংলার মানুষ

by banganews

বঙ্গ নিউস, ২৭ ডিসেম্বর, ২০২০ঃ ক্রমশ বাড়ছে শীতের দাপট। পৌষের শীতে কাঁপছে বাংলার মানুষ। ভোরের দিকে হালকা কুয়াশা, রাতে কনকনে ঠাণ্ডা।
রবিবার সকালে বেশ ঠাণ্ডা অনুভুত হচ্ছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। গতকালের তুলনায় ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। ঠাণ্ডার এই আমেজ চলবে সপ্তাহের শেষ অবধি জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

আরও পড়ুন ৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান নিয়ে বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা এই ব্যক্তি

দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আন্দামান-নিকোবর দীপপুঞ্জে শনি এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে । সমুদ্র উত্তাল থাকায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।

You may also like

Leave a Reply!