TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফের কি লকডাউন , কলকাতা পুলিশ যা জানাল!

loকলকাতা, ২৯ অক্টোবর, ২০২০ঃ উৎসবের মরশুমে গুজব ছড়িয়েছিল রাজ্যের করোনাগ্রাফ যেহারে বাড়ছে তাতে করে ফের হয়তো লকডাউনের পথে হাঁটবে রাজ্য। পুজোয় ভিড় সামলাতে হাইকোর্ট মন্ডপে নো-এন্ট্রির নির্দেশ দিয়েছিল। দৈনিক সংক্রমণ ৪ হাজারের উপর ছিল। এসবের মধ্যে জল্পনা সৃষ্টি হয় তবে কি আবার লকডাউন হতে চলেছে। এমনকি একটি ম্যাসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বৃহস্পতিবার থেকে টানা ৪৮ ঘন্টা লকডাউন ঘোষণা করা হবে।

আরও পড়ুন শিয়রে করোনা, মিস ইন্ডিয়া নিয়ে কর্তৃপক্ষ যা ভাবল

এই নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই বার্তা ছড়ানো হয়েছে। কলকাতা পুলিশ তাঁদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ফের লকডাউনের বার্তা ছড়ানো হয়ে তা ভুয়ো। এই ধরনের ম্যাসেজ বার্তা ছড়ানো হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি পুরোনো বার্তা যা নতুন করে প্রচার করে মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।