TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পোস্তা উড়ালপুল নিয়ে কি সিদ্ধান্ত রাজ্যের? জেনে নিন

কলকাতা, ১৬ সেপ্টেম্বর, ২০২০ঃ চার বছর আগে ২০১৬ সালের ৩১ মার্চ ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুলের একাংশ। এবার সেই উড়ালপুল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এবিষয়ে সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নার পরামর্শ নেবে রাজ্য। প্রসঙ্গত টালা ব্রিজ ভেঙে ফেলার নিদান দিয়েছিলেন এই বিশেষজ্ঞই। এখন এই উড়ালপুলের ভবিষ্যৎ নির্ভর করছে সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নার রিপোর্টের উপর। তবে ইঞ্জিনিয়ারদের একাংশের মতে, সেতু সংস্কার করে ছোট গাড়ি চালানো যেতে পারে। এতে কলকাতার ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউতে চাপ কমবে আর গতিও বাড়বে শহরের যান চলাচলের।

আরও পড়ুন মিমিকে হেনস্থা ট্যাক্সিচালকের, তারপর যা হল…

এই নির্মীয়মান সেতু ভেঙে পড়ার পরে আর এগোয়নি মেরামতি বা নির্মাণকাজ। পোস্তা উড়ালপুল নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। ইতিমধ্যে কেমডিএ-র ইঞ্জিনিয়ারদের সঙ্গে সেতু পরিদর্শন করেছেন রায়না। তিনি আগামী ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবেন রাজ্য সরকারের কাছে। তার পরেই ঠিক হবে পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ।