TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফের নিম্নচাপ রাজ্যে, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফরের

ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গে। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঢুকবে আজ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শুরুতেই সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিবর্তিত হবে। এর প্রভাব পড়বে অন্ধ্র প্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে। মৌসম ভবনের তরফ থেকে একটি টুইট করে এই তথ্য জানানো হয়েছে।

 

টুইটে উল্লেখ করা হয়েছে, নিম্নচাপের জেরে ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে। ১লা ডিসেম্বর থেকে গতি বাড়িয়ে হাওয়া বইতে শুরু করবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে।

এ দিকে রাজ্যে ক্রমশ বাড়ছে শীতের প্রভাব। আগামী কয়েকদিন রাজ্যে পারদ নিম্নমুখী থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবারের তুলনায় সোমবার এক ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।

 

ছেলের সঙ্গে প্রথম অনুষ্ঠান, চোখে জল কৌশিকীর

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজ আকাশ মূলত পরিষ্কার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৪৫ শতাংশ।