TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গেও 

আবহাওয়ার পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে চলবে শুক্রবার অবধি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় পর পর বেশ কয়েকদিনের প্রচন্ড বৃষ্টির ফলে, পাহাড়ি নদীগুলিতে প্লাবিত হচ্ছে। উত্তরের বেশ কয়েকটি জেলার প্রশাসনকে বিপজ্জনক পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বুধবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে সামান্য বৃষ্টি শুরু হলেও, বেলার দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলেই আবহাওয়া সূত্রে খবর।
আরও পড়ুন :  আজ বুধবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল
দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার, অসম, মেঘালয় এসব জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগণার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷