TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

‘ভাষা মোদের ভালোবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা’, মাতৃভাষা দিবসে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘ভাষা-মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা’। এভাবেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের কুর্নিশ জানাই। দেশের সমস্ত ভাষাকেই আমরা ভালবাসি। প্রতিটি ভাষাকেই উদযাপন করা দরকার। মাতৃভাষা আমাদের সকলের প্রিয়।”

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এক অবিস্মরণীয় দিন। অবিভক্ত পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে বাংলা চালু করার দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামে নির্বিচার গুলিবর্ষণে ঝাঁঝরা হয়ে যান সালাম, রফিক, বরকত, জব্বাররা। প্রাণের ভাষা প্রতিষ্ঠায় তাঁদের এই বলিদান সেদিন তো সফল হয়েছিলই, পরে তা আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি অর্জন করে নেয়।

এক অ্যাপেই ভারতে পাওয়া যাবে ক্যাব ও অ্যাম্বুলেন্স

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সকলে একযোগে আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন। শুধু বাঙালিই নন, অন্যান্য ভাষার মানুষরাও আজ নিজের মাতৃভাষার প্রতি এদিন বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন।